Alexa চীনের রাস্তায় ‘পর্নো ফিল্ম প্রদর্শন’!

ঢাকা, মঙ্গলবার   ১৬ জুলাই ২০১৯,   শ্রাবণ ১ ১৪২৬,   ১২ জ্বিলকদ ১৪৪০

চীনের রাস্তায় ‘পর্নো ফিল্ম প্রদর্শন’!

বিনোদন ডেস্ক :: entertainment-desk

 প্রকাশিত: ১১:৩৩ ১১ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৭:১২ ১১ জানুয়ারি ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিলবোর্ডে মূলত বিজ্ঞাপন কিংবা জনসচেতন বিষয়ক ভিডিও ও স্থিরচিত্র দেখানো হয়। কিন্তু সম্প্রতি চীনের লিয়াং জিয়াংসু শহরের বিলবোর্ডে দেখানো হলো পর্নো ফিল্ম! টানা ৯০ মিনিট ধরে রাস্তার ধারের বিলবোর্ডে একের পর এক পর্নো ফিল্ম দেখানো হয়। যা নিয়ে তোলপাড় পুরো চীন।

রাস্তার ধারের এই বিলবোর্ডে পর্নো ফিল্ম দেখানোর ভুলটা ছিলো দ্বায়িত্বে থাকা এক কর্মীর। ওই কর্মী কাজ করতে করতে ভেবেছিলেন সময় কাটাতে পর্নোগ্রাফিক সিনেমা দেখবেন। ভাবা অনুযায়ী দেখা শুরু করেন একের পর এক পর্নো ফিল্ম। কিন্তু তার কম্পিউটারের সাথে রাস্তার বিলবোর্ডের স্ক্রীন যুক্ত থাকার বিষয়টা তার মাথায় ছিলো না!

লিয়াং জিয়াংসু শহরের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, অনেক যাত্রীই বিলবোর্ডে এমন কাণ্ড দেখে ছবি তুলতে থাকেন। কেউ কেউ সুযোগ বুঝে ভিডিও করে নেন পুরো পর্নো ফিল্ম! সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এসব স্থির ও ভিডিও চিত্রগুলো।

প্রায় দেড় ঘণ্টা পর কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। তারপর ওই কর্মীকে কল করে বন্ধ করানো হয় পর্নো ফিল্ম প্রদর্শন। কর্মীটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি-না তা এখনো জানা যায়নি।

ডেইলিবাংলাদেশ/এনকে