Alexa দুবাইয়ে ‘এসো গড়ি মাতৃভূমি’ সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০১৯,   কার্তিক ৮ ১৪২৬,   ২৪ সফর ১৪৪১

Akash

দুবাইয়ে ‘এসো গড়ি মাতৃভূমি’ সম্মেলন অনুষ্ঠিত

 প্রকাশিত: ২২:১০ ৬ অক্টোবর ২০১৮   আপডেট: ২২:১৬ ৬ অক্টোবর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

প্রবাসীদের জন্য রিহ্যাব ফেয়ারের আহ্বান জানিয়েছেন দুবাইয়ে বসবাসরত বাংলাদেশিরা। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ বিনিয়োগে সুযোগে দেয়ার আহ্বান জানিয়েছে সেন্টার ফর এনআরবি। 

শুক্রবার স্থানীয় সময় রাতে দুবাইয়ের একটি স্থানীয় হোটেলে  সেন্টার ফর এনআরবি 'কাম এন্ড বিল্ড ইয়োর মাদারল্যান্ড' বিষয়ক কনফারেন্স আয়োজন করে। 

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে বলেন, তাদের রেমিটেন্সে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। প্রবাসীরা যাতে বিমানবন্দরে কোনো ধরনের সমস্যায় না পড়ে সেদিকে তিনি সংশ্লিষ্টদের নজর দেয়ার আহ্বান জানান। 

সেন্টার ফর এনআরবি’র চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সঞ্চালনায় কনফারেন্সে অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। এতে উপস্থিত ছিলেন দুবাই অ্যাম্বাসির শীর্ষ কর্মকর্তা ইকবাল হোসেন খান এবং রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া প্রমুখ। 

ডেইলি বাংলাদেশ/এসএস