Alexa চা খাওয়া নিয়ে সংঘর্ষে প্রাণ গেল শ্রমিকের

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ১ ১৪২৬,   ১৬ মুহররম ১৪৪১

Akash

চা খাওয়া নিয়ে সংঘর্ষে প্রাণ গেল শ্রমিকের

গাইবান্ধা প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:০০ ২০ আগস্ট ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চা খাওয়ার সময় দোকানির সঙ্গে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে আকালু শেখ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আকালু শেখ গোবিন্দগঞ্জ পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া প্রধানপাড়ার কসের উদ্দিনের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদি হাসান জানান, গত রোববার স্থানীয় হীরক মোড়ে একটি দোকানে চা খাওয়ার সময় চা দোকানির সঙ্গে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে চা দোকানির কয়েকজন সহযোগীসহ আকালু শেখকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি আরো জানান, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএম