Alexa চালু হচ্ছে বন্ধ থাকা ১৩ টেক্সটাইল মিল

ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২০,   মাঘ ১১ ১৪২৬,   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

চালু হচ্ছে বন্ধ থাকা ১৩ টেক্সটাইল মিল

 প্রকাশিত: ১৬:৫৩ ২১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ১৮:২৩ ২১ ডিসেম্বর ২০১৭

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্ষতির মুখে বন্ধ হওয়ার ২৫ বছর পর পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ’র (পিপিপি) উদ্যোগে পুনরায় চালু হতে যাচ্ছে দেশের ১৩ টেক্সটাইল মিল। ইতোমধ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (বিটিএমসি) ওই প্রস্তাবনায় অনুমোদন দিয়েছে মন্ত্রীপরিষদের অর্থনীতি বিষয়ক কমিটি।

নতুন করে চালু হতে যাওয়া কলগুলো ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে বেসরকারি খাতের উদ্যোক্তারা। এর জন্য নতুন করে যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১৫ হাজার ২০০ কোটি টাকা।

বিটিএমসির প্রস্তাবনায় বলা হয়েছে, আপাতত ৩০ বছরের জন্য বেসরকারি খাতের সঙ্গে কাজ করার চুক্তি করেছে বাংলাদেশ পাটকল কর্পোরেশন। তবে তা প্রয়োজনে নবায়ন করা যেতে পারে। এই কাজের জন্য দেয়া হয়েছে ৩৮০.৪৭ একর।

বাংলাদেশের ৮৬টি টেক্সটাইল মিলের মধ্যে ১৯৭৭ এবং ২০১৩ সালে ৬০টি মিল প্রাইভেটাইজেশন কমিশনের কাছে হস্তান্তর করে বিটিএমসি। বর্তমানে ২৪টি কারখানা পরিচালিত হচ্ছে।

গত কয়েক বছর ধরে লোকসানে আছে পাটকলগুলো। ২০১৫-১৬ অর্থবছরে এসব কলের লোকসানের পরিমাণ ছিল ৫৮৮ কোটি টাকা।

ডেইলি বাংলাদেশ/এসআই