Alexa চাটমোহরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ঢাকা, বুধবার   ২৩ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২৩ সফর ১৪৪১

Akash

চাটমোহরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

 প্রকাশিত: ০৯:২৭ ১৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৯:২৭ ১৩ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার চাটমোহরে পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকায় শনিবার বিকেলে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন হয়। এতে এলাকার শতাধিক মানুষ অংশ নেন।

ভাদ্রাবাইপাস থেকে থানা মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে এ মানববন্ধন হয়েছে।

এ সময় বক্তব্য দেন, অ্যাডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মধু, জাসদ নেতা সুজাউদ্দিন বিশ্বাস, স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম সানু, আব্দুল মতিন প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ পাবনা থেকে চাটমোহর শহরের প্রবেশ মুখে সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন এই তিন কিলোমিটার সড়কটি ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দে বেহাল দশায় পরিণত হয়েছে। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।

প্রতিবছর বর্ষা মৌসুমে সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কটি একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী, পথচারী ও এলাকার সাধারণ মানুষ। অবিলম্বে তারা সড়ক সংস্কারের দাবি জানান।

ডেইলি বাংলাদেশ/জেএস