Alexa চাকরি পেলেন কুলখানিতে নিহত কৃষ্ণ’র স্ত্রী

ঢাকা, সোমবার   ১৯ আগস্ট ২০১৯,   ভাদ্র ৪ ১৪২৬,   ১৭ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

চাকরি পেলেন কুলখানিতে নিহত কৃষ্ণ’র স্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ

 প্রকাশিত: ২১:৩৩ ২০ ডিসেম্বর ২০১৭   আপডেট: ১৭:০০ ৫ মার্চ ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে যোগ দিয়ে পদদলনে নিহত কৃষ্ণপদ দাসের স্ত্রীকে চাকরি দিয়েছে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়।

বুধবার সন্ধ্যায় কৃষ্ণপদ দাসের স্ত্রী চন্দনা দাসের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. গৌতম বুদ্ধ। চন্দনাকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের অফিস সহায়ক হিসেবে পদায়ন করা হয়েছে।

নিহত কৃষ্ণপদ দাস চট্টগ্রামের পাহাড়তলী থানার উত্তর কাট্টলী জেলে পাড়ার বাসিন্দা ছিলেন। শান্ত ও সৃষ্টি নামে তার দুজন সন্তান রয়েছে। এর মধ্যে শান্ত’র বয়স পাঁচ বছর। সৃষ্টি এক বছরের।

নিয়োগত্র পেয়ে প্রতিক্রিয়ায় চন্দনা দাস বলেন, আমি কৃতজ্ঞ। আপনাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। স্বামীর আকস্মিক মৃত্যুতে আমি চারদিক অন্ধকার দেখছিলাম। আমার দুই শিশু সন্তানকে নিয়ে কীভাবে বেঁচে থাকবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আজকে আপনারা আমাকে বেঁচে থাকার একটি অবলম্বন করে দিলেন।

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে সোমবার যোগ দিয়ে পদদলনে নিহত হন ১০ আমন্ত্রিত ব্যক্তি।

ডেইলি বাংলাদেশ/এসআই

Best Electronics
Best Electronics