Alexa চাঁদা না পেয়ে মারধর, অটো চালকদের ধর্মঘট

ঢাকা, মঙ্গলবার   ২৩ জুলাই ২০১৯,   শ্রাবণ ৯ ১৪২৬,   ২০ জ্বিলকদ ১৪৪০

চাঁদা না পেয়ে মারধর, অটো চালকদের ধর্মঘট

মানিকগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:২২ ২৫ জুন ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে চাঁদা না পেয়ে অটো চালককে মারধরের প্রতিবাদ ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছে অটো চালকরা।

মঙ্গলবার দুপুরে ডিসি কার্যালয়ের সামনে থেকে মিছিল করে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুই ঘন্টা ধর্মঘট পালন করে তারা।

এ সময় অটো চালকরা জানান, মানিকগঞ্জ শহরের পাঁচটি জায়গা থেকে প্রতিদিন নামে-বেনামে ২০ টাকা করে চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে গাড়ি আটকে চালককে মারধর করা হয়। মঙ্গলবার দুপুরে অটো চালক আরিফকে মারধর করা হয়েছে। এ চাঁদাবাজি বন্ধ না করলে আরো বড় কর্মসূচি দেয়া হবে।

পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম জানান, শহরে কারা চাঁদাবাজি করে তা দেখার জন্য প্রশাসনকে জানানো হয়েছে। অটো চালকদের কাছ থেকে চাঁদা তোলা যাবে না।

ডেইলি বাংলাদেশ/এআর