Alexa চাঁদপুরে শীর্ষে মনসুর উদ্দিন মহিলা কলেজ

ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২০,   মাঘ ১০ ১৪২৬,   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

চাঁদপুরে শীর্ষে মনসুর উদ্দিন মহিলা কলেজ

 প্রকাশিত: ১১:১০ ২০ জুলাই ২০১৮   আপডেট: ১১:১০ ২০ জুলাই ২০১৮

মনসুর উদ্দিন মহিলা কলেজ

মনসুর উদ্দিন মহিলা কলেজ

চাঁদপুরে এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের হারে শীর্ষে রয়েছে মনসুর উদ্দিন মহিলা কলেজ। কলেজটি কচুয়া উপজেলায় অবস্থিত।দ্বিতীয় ফরিদগঞ্জের হাজেরা হাসমত ডিগ্রি কলেজ এবং তৃতীয় স্থানে রয়েছে ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।

মনসুর উদ্দীন মহিলা কলেজ শতভাগ, হাজেরা হাসমত ডিগ্রি কলেজ ৯৯ দশমিক ৫৫ শতাংশ ও ডেফোডিল ইন্টারন্যাশনাল কলেজ ৯৫ দশমিক ১২ শতাংশ।

জিপিএ-৫ এ শীর্ষে রয়েছে হাজীগঞ্জ মডেল কলেজ। এ প্লাস ২১ জন। দ্বিতীয় স্থানে রয়েছে চাঁদপুর শহরের আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, এ প্লাস ২০ জন এবং তৃতীয় স্থানে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ, এ প্লাস ১৩ জন।

বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা শিক্ষা অফিস।

চাঁদপুরে সদর উপজেলায় শতভাগ পাসের হারে শীর্ষে রয়েছে ডেফোডিল কলেজ, দ্বিতীয় অবস্থানে খেরুদিয়া কলেজ এবং তৃতীয় স্থানে রয়েছে ফরক্কাবাদ ডিগ্রি কলেজ।

হাজীগঞ্জ উপজেলায় শতকরা হারে শীর্ষে রয়েছে পাইলট স্কুল অ্যান্ড কলেজ ৮৯ দশমিক ৮৩ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে হাজীগঞ্জ মডেল কলেজ ৮৩ দশমিক ৬৭ শতাংশ ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ৬৬ দশমিক ১৩ শতাংশ।

জেলা সদরের চাঁদপুর সরকারি কলেজ ৭২ দশমিক ১৬ শতাংশ, এ প্লাস ৪ জন। চাঁদপুর সরকারি মহিলা কলেজ ৭৫ দশমিক ৬৩ শতাংশ, এ প্লাস ১২ জন। পুরান বাজার ডিগ্রি কলেজ ৭১ শতাংশ, এ প্লাস একজন। ফরিদগঞ্জ উপজেলা সদরের বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ থেকে শতকরা ৭৬ দশমিক ২৩ শতাংশ উত্তীর্ণ হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেডএম