Alexa চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৪১ ১৮ আগস্ট ২০১৯   আপডেট: ২২:৫০ ১৮ আগস্ট ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে ডুবে আবু ছাইদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউপির রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আবু ছাইদ ওই এলাকার আবুল কালাম মজুমদারের ছেলে।

ছাইদের চাচা আহসান জানান, আবু ছাইদ ঘরের সামনে খেলছিল। এর কিছুক্ষণ পর তার বাবা-মা তাকে খুঁজে পাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির পুকুরে গিয়ে দেখে সে পানিতে ভেসে আছে। পরে স্বজনরা তাকে থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএম