Alexa চাঁদপুরে ইয়াবাসহ আটক ২

ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৭ ১৪২৬,   ১৪ রবিউস সানি ১৪৪১

চাঁদপুরে ইয়াবাসহ আটক ২

 প্রকাশিত: ০৯:২৬ ২৩ জুলাই ২০১৭  

চাঁদপুরে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ মনির হোসেন (২৫) ও মো. ফয়সাল (২৪) নামে দুই যুবককে আটক করা হয়েছে। শনিবার রাতে হাজীগঞ্জ উপজেলার বাকিলা থেকে মনির ও সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর গ্রাম থেকে ফয়সালকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। মনির হোসেন হাজীগঞ্জ উপজেলার বাকিলা গ্রামের বাসিন্দা এবং ফয়সাল নানুপুর গ্রামের মজিবুর রহমান খানের ছেলে। চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ছাইদুর রহমান বলেন, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাজীগঞ্জ ও চাঁদপুর মডেল থানায় মামলা করা হবে বলে জানান তিনি। ডেইলি বাংলাদেশ/টিআরএইচ