Alexa চলন্ত বাইক থেকে ছুটন্ত ঘোড়ায় উঠল বালক!

ঢাকা, মঙ্গলবার   ২৩ জুলাই ২০১৯,   শ্রাবণ ৮ ১৪২৬,   ১৯ জ্বিলকদ ১৪৪০

চলন্ত বাইক থেকে ছুটন্ত ঘোড়ায় উঠল বালক!

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:৫৩ ২২ মার্চ ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলছিল ঘোড়া দৌড় প্রতিযোগিতা। সিনেমার ঢংয়ে ঘোড়ার পিঠে চেপে বসে ঘোড়া হাকাচ্ছে দুই বালক। হঠাৎ দুই প্রতিদ্বন্দ্বির মধ্যে একটি ঘোড়া রাস্তায় হোঁচট খায়। 

ঘোড়ার সঙ্গে সঙ্গে পড়ে গেল ৯ বছরের আরোহীও। সে রাস্তায় গড়াগাড়ি করতে থাকে। ঘোড়াটি অবশ্য আরোহীকে পেছনে ফেলে দৌঁড়াতে শুরু করে। তবে ওই বালক রেসে কিছুতেই হারতে রাজি নয়।

রেস শুরুর ঠিক আগেই ঘটে এ ঘটনা। তবে ঘোড়া থেকে পড়ে গিয়ে হাল ছাড়েনি বালক। বাইকে চেপে ঘোড়ার পিছু নিয়ে একপর্যায়ে চলন্ত বাইক থেকেই ছুটন্ত ঘোড়ার পিঠে উঠে পড়ে। সেই সঙ্গে রেসে প্রথমও হয়।

ভারতের বেঙ্গালুরুর চিক্কডি তালুকের কেরুর গ্রামের এক বিষ্ময় বালক এভাবেই অসম্ভবকে সম্ভব করেছে। এর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এটি ভাইরাল হয়ে যায়।

এই ভিডিওটি এ পর্যন্ত ৭০ হাজারের উপরে দেখা হয়েছে। রি-টুইট হয়েছে হাজারেরও বেশি। পছন্দ করেছেন আড়াই হাজার মানুষ। 

ডেইলি বাংলাদেশ/জেডআর