Alexa চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৮ ১৪২৬,   ২৫ রবিউল আউয়াল ১৪৪১

Akash

চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

চবি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০২:১২ ৮ নভেম্বর ২০১৯  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে অংশ নেয়া ৪৪ হাজার ৮৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩৪ শতাংশ উত্তীর্ণ হয়েছেন। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিট প্রধান ও শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক। 

পরীক্ষার্থীরা এই লিংক এ গিয়ে ‘ডি’ ইউনিট নির্বাচন করে এবং রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন।

দুটি শিফটে গত ২৮ অক্টোবর ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ৪৪ হাজার ৯৯০ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশ নেন। এতে ন্যাশনাল কারিকুলামের ইংরেজী মাধ্যমে শিক্ষার্থীদের প্রশ্নপত্র ছাপানোতে কারিগরি ত্রুটির কারণে ফলাফল প্রকাশ স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এ মাধ্যমের শিক্ষার্থীদের পরীক্ষা পুনরায় আগামী ৬ নভেম্বর নেয়া হয়। এতে ২০৭ জন পরীক্ষার্থী অংশ নেয়।

ডেইলি বাংলাদেশ/আরএ