Exim Bank
ঢাকা, মঙ্গলবার ১৯ জুন, ২০১৮
Advertisement

‘চন্দ্রমুখী’ মম!

 নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:০৪, ১৩ জুন ২০১৮

২৭৪ বার পঠিত

মম

মম

জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। এবার প্রথমবারের মত চন্দ্রমুখী হলেন তিনি। অর্থাৎ আসছে ‘জলসাঘর’ শিরোনামের একটি টেলিছবিতে মমকে চন্দ্রমুখী চরিত্রে দেখা যাবে।

নির্মাতা জাকারিয়া সৌখিন নতুন মোড়কে আবার নির্মাণ করেছেন ‘দেবদাস’। এটিতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবিন এবং জাকিয়া বারী মম। তবে পুরো গল্পটি এবার নির্মিত হয়েছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে। আর তাই মূল গল্প ঠিক রেখে সবকিছুতেই পরিবর্তন আসতে যাচ্ছে।

চরিত্রগুলোর নামও পাল্টে গেছে। দেবদাসের নাম রাখা হয়েছে পবন, পার্বতীর নাম অবনী আর চন্দ্রমুখীর নাম চারুলতা।

এদিকে, টেলিছবিটি প্রসঙ্গে মম বলেন, আশা করি এই ছবিটি দর্শক ভালোভাবে গ্রহণ করবে। আমার ভালো লেগেছে, চন্দ্রমুখীকে অনেক মানবিকভাবে নির্মাতা এবার উপস্থাপন করছেন। আসলে চন্দ্রমুখীর অনেক উদার একটি চরিত্র। মূল গল্পে কিংবা সিনেমাগুলোতে এ বিষয়টি নাচ-গানের ভিড়ে হারিয়ে গেছে। কিন্তু আমাদের প্রজেক্টে ঠিক উল্টোটি ঘটবে।

এ বিষয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, দেবদাসের মতো প্রেমের উপন্যাস কখনো পুরানো হয় না। গল্পের মূল বিষয়টি সবসময়ই নতুন। তাই বর্তমান সময়ে গল্পটিকে ভেবেছি। আর বর্তমান সময়কে প্রাধান্য দিতে গিয়েই অনেক কিছু পাল্টে গেছে। কিন্তু গল্পের মূল আবেগ ঠিক আছে।

এদিকে, ‘জলসাঘর’ ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ১০ মিনিটে বাংলাভিশনের পর্দায় প্রচার হবে।

ডেইলি বাংলাদেশ/জেডআই

সর্বাধিক পঠিত