Alexa চট্টগ্র্রামে দুই বাড়ি থেকে ৪৩টি গোখরোর ডিম উদ্ধার

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

চট্টগ্র্রামে দুই বাড়ি থেকে ৪৩টি গোখরোর ডিম উদ্ধার

 প্রকাশিত: ০১:২০ ২৮ আগস্ট ২০১৮   আপডেট: ০১:২০ ২৮ আগস্ট ২০১৮

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চট্টগ্র্রামের বোয়ালখালী উপজেলার দু’টি বাড়ি থেকে ৪৩টি গোখরো সাপের ডিম পেয়েছেন স্থানীয়রা। 

সোমবার উপজেলার মধ্যম শাকপুরা লালচাঁদ বাড়ি ও পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডের আমিন ডাক্তার বাড়ি থেকে এসব ডিম স্থানীয়রা উদ্ধার করে।

শাকপুরা লালচাঁদ বাড়ির অধীর বড়ুয়া জানান, বাড়ির সিঁড়িতে ইটের গাঁথুনির কাজ করছিলেন রাজমিস্ত্রিরা। হটাৎ পুরোনো ইটের সারি থেকে একটি গোখরো সাপ বেরিয়ে আসে। এ সময় আত্মরক্ষার্থে নির্মাণশ্রমিকরা সাপটি মেরে ফেলেন। পরে ইট সরিয়ে ১৮টি ডিম পাওয়া যায়।

ডা. আমিনের বাড়ির মাস্টার মো. ইউসুফ বলেন, প্রবাসী ফয়েজ আহমদের নির্মাণাধীন বাড়িতে ২টি বিষাক্ত গোখরো সাপ দেখে স্থানীয় সাপুড়েকে খবর দেয়া হয়। তিনি এসে সাপ দুটিকে জীবন্ত ধরেন। এরপর সেখানে ২৫টি ডিম উদ্ধার করে ভেঙ্গে ফেলা হয়।

ডেইলি বাংলাদেশ/আর