Alexa চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ এসপি নুরে আলম মিনা

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ১ ১৪২৬,   ১৬ মুহররম ১৪৪১

Akash

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ এসপি নুরে আলম মিনা

চট্টগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২২:১৮ ২০ আগস্ট ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ এসপির স্বীকৃতি পেয়েছেন এসপি নুরে আলম মিনা। মঙ্গলবার জেলা পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেয়া হয়।

এ সময় নুরে আলম মিনার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

এছাড়াও সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি দেয়া হয় রাউজান থানার ওসি মো. কেপায়েত উল্লাহ্। শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক মনোনীত হয়েছেন চট্টগ্রাম সদর কোর্ট পুলিশ পরিদর্শক বিজন কুমার বড়ুয়া।

শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার হিসেবে স্বীকৃতি পেয়েছেন সীতাকুণ্ড থানার এসআই মো. আব্দুল মজিদ এবং ফটিকছড়ি থানার এসআই আরিফুল আলম অপু। শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার মনোনীত হয়েছেন চন্দনাইশ থানার এসআই মো. মজিবুর রহমান।

চট্টগ্রামের এসআই নুরে আলম মিনার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অভিযান ও অপরাধ) মোহাম্মদ আবুল ফয়েজ ও জেলার এসপিসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

ডেইলি বাংলাদেশ/আর.এইচ/আরএম