Alexa চট্টগ্রাম টেস্ট: বল গড়াতে পারে মধ্যাহ্ণ বিরতির পর

ঢাকা, সোমবার   ২০ জানুয়ারি ২০২০,   মাঘ ৬ ১৪২৬,   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

চট্টগ্রাম টেস্ট: বল গড়াতে পারে মধ্যাহ্ণ বিরতির পর

 প্রকাশিত: ১৩:০৩ ৬ সেপ্টেম্বর ২০১৭  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আকাশে বৃষ্টি কিছুটা থেমেছে। তবে গ্রাউন্ড এখনো কভার দিয়ে ঢাকা রয়েছে।

বৃষ্টি পুরোপুরি থামলেই মধ্যাহ্ণ বিরতির পর বল গড়াতে পারে মাঠে।

এর আগে সকাল ৯.৩৫ মিনিটে বৃষ্টি নামে স্টেডিয়াম ও তার আশে পাশে। যদিও সকাল পৌনে নয়টায় মাঠে আসা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বৃষ্টি শুরুর আগ মুহূর্তেও অনুশীলন করছিলেন। তবে বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গে চলে গেছেন ড্রেসিং রুমে।

অন্যদিকে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩০৫ রানের জবাবে ২ উইকেটে ২২৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল সফরকারী অস্ট্রেলিয়া।

কিন্তু বৃষ্টির দাপটে নির্ধারিত সময় সকাল ১০টায় তাদের ব্যাটিংয়ে নামা সম্ভব হচ্ছে না। ভেন্যুর সেন্টার উইকেট কভারে ঢাকা। অবশ্য জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের যে বিশ্বমানের ড্রেনেজ ব্যবস্থা তাতে বৃষ্টি থামার আধা ঘন্টার মধ্যেই খেলা শুরু করা সম্ভব।

দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে টিম বাংলাদেশ। ঢাকা টেস্টে ২০ রানের রোমাঞ্চকর জয়ের পর চট্টগ্রামেও আরেকটি ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে মুশফিকুর রহিমের দল। সিরিজ জিততে দৃঢ়প্রতিজ্ঞ টাইগাররা।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ