চট্টগ্রামে সাতজনের নমুনা সংগ্রহ, ফলাফল সন্ধ্যায়
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৬:৪৯ ২৬ মার্চ ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে পরীক্ষার জন্য সংগ্রহ করা সাতজনের নমুনার ফলাফল সন্ধ্যায় জানানো হবে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালের পরিচালক ডা. এম এ হাসান চৌধুরী ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চট্টগ্রামে কিট আসার পর এই পর্যন্ত সাতজন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা চলছে। ফলাফল পজিটিভ নাকি নেগেটিভ তা সন্ধ্যায় জানানো হবে।
এর আগে বুধবার দুপুরে চট্টগ্রামে কিট আসার বিষয়টি নিশ্চিত করেন ডা. এম এ হাসান চৌধুরী। তবে কী পরিমাণ কিট এসেছে তা জানাতে পারেননি তিনি।
ডেইলি বাংলাদেশ/আরআর