Alexa চট্টগ্রামে রোহিঙ্গা সন্দেহে ১৮ জন আটক

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

চট্টগ্রামে রোহিঙ্গা সন্দেহে ১৮ জন আটক

চট্টগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০০:১৩ ১৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০১:০৪ ১৯ সেপ্টেম্বর ২০১৯

ডেইলি বাংলাদেশ: প্রতীকী ছবি

ডেইলি বাংলাদেশ: প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের খুলশী জাকির হোসেন সড়কের ভারতীয় দূতাবাসের সামনে থেকে রোহিঙ্গা সন্দেহে ১৮ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার রাতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নগরীর লালদিঘীর পাড় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়েছে।

আটক ১৮ জন নিজেদের কিশোরগঞ্জ, সিলেট, নরসিংদীসহ বিভিন্ন জেলার বাসিন্দা বলে দাবি করেছেন। তাদের মধ্যে ১৭ জনের কাছে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।

ডিবির পরিদর্শক রুহুল আমিন জানান, ভারতীয় দূতাবাসের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় ১৮ জনকে আটক করা হয়েছে। তাদের থেকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তারা রোহিঙ্গা কিনা তা যাচাই-বাছাই করতে তাদের সঙ্গে থাকা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রগুলো সংশ্লিষ্ট থানা ও নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কেউ রোহিঙ্গা হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। অন্যথায় ছেড়ে দেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/আরএম