Alexa চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল

ঢাকা, মঙ্গলবার   ২২ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২৩ সফর ১৪৪১

Akash

চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল

চট্টগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০২:২৮ ২৩ মে ২০১৯   আপডেট: ০৪:১০ ২৩ মে ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত অবিস্ফোরিত একটি মর্টারশেল নিষ্ক্রিয় করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট।

বুধবার দুপুরে সিএমপির দামপাড়া পুলিশ লাইনের শুটিং ক্লাবের পাশে এটিকে নিষ্ক্রিয় করা হয়। এর আগে ১৬ মে জহুর হকার্স মার্কেট জামে মসজিদের সম্প্রসারণ কাজে মাটি খননের সময় মর্টারশেলটি পান শ্রমিকরা।

সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেলটি মাটির ভেতরে অবিস্ফোরিত অবস্থায় ছিলো। ১৬ মে কোতোয়ালি থানার পুলিশ মর্টারশেলটি উদ্ধার করে সিএমপিতে জমা দেয়। কমিশনারের নির্দেশে এটিকে বুধবার দুপুরে নিষ্ক্রিয় করা হয়েছে। নিষ্ক্রিয় করার সময় এটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

তিনি আরো বলেন, প্রতিটি শেলে সিরিয়াল নাম্বার থাকে। সিরিয়াল অনুযায়ী উদ্ধার হওয়া মর্টারশেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বলে জানা গেছে। এশেলটি একটি চারতলা ভবন ধ্বংস করার মতো শক্তিশালী। এর ধ্বংসাবশেষ শরীরে স্পর্শ হলে শরীরে পচন ধরবে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ