Alexa চট্টগ্রামে চলন্ত বাসে ধর্ষণচেষ্টা ব্যর্থ করে দিলেন ট্রাকচালক

ঢাকা, রোববার   ২২ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৭ ১৪২৬,   ২২ মুহররম ১৪৪১

Akash

চট্টগ্রামে চলন্ত বাসে ধর্ষণচেষ্টা ব্যর্থ করে দিলেন ট্রাকচালক

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:৫৭ ১৫ আগস্ট ২০১৯  

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

চট্টগ্রামে এক ট্রাকচালকের সহযোগিতায় ধর্ষণ থেকে রক্ষা পেয়েছেন বাসযাত্রী এক নারী। 

গত শনিবার রাত ১২ টার দিকে কাজির দেউড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ঘটনার শিকার ওই নারী মিস্ত্রিপাড়া দেওয়ানহাট এলাকায় আত্মীয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে শাহ আমানত সেতু থেকে বাসে ওঠেন। রাত ১২টায় বাসটি জিইসির মোড়ে পৌঁছলে সব যাত্রী নেমে যায়। এরপর লালখান বাজার গিয়ে দেওয়ানহাটের দিকে না গিয়ে বাসটি হঠাৎ কাজির দেউড়ির দিকে মোড় নেয়।

কারণ জিজ্ঞাসা করলে হেলপার হৃদয় তাকে ধমক দিয়ে চুপ থাকতে বলে এবং বাসটি চিটাগাং ক্লাবের সামনে পৌঁছলে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন ওই নারী চিত্কার শুরু করলে বাসের পেছনে থাকা গরুবাহী একটি ট্রাকের চালক তা খেয়াল করেন। সঙ্গে সঙ্গেই ট্রাক নিয়ে বাসটিকে ধাওয়া করেন তিনি। 

এক পর্যায়ে ওভারটেক করে কাজির দেউড়ি মোড়ে পৌঁছে তিনি বাসের গতিরোধ করতে সক্ষম হন। বাস থামামাত্র ওই নারী বাস থেকে লাফ দিলে আশপাশের লোকজন ও টহল পুলিশ এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। 

এ ঘটনায় বাসের চালক রবিউল আউয়াল (২২) ও হেলপার মো. হৃদয়কে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ আসার আগেই নিজ গন্তব্যে চলে যাওয়ায় ট্রাকচালকের পরিচয় জানা সম্ভব হয়নি। 

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ