Alexa চট্টগ্রামে এইচআইভি মুক্ত ১৭ শিশু ভুমিষ্ঠ

ঢাকা, রোববার   ২৫ আগস্ট ২০১৯,   ভাদ্র ১১ ১৪২৬,   ২৪ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

চট্টগ্রামে এইচআইভি মুক্ত ১৭ শিশু ভুমিষ্ঠ

চট্টগ্রাম প্রতিনিধি

 প্রকাশিত: ২১:২৮ ১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ২১:২৮ ১ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এইচআইভি আক্রান্ত ১৭ নারী সুস্থ সন্তান প্রসব করেছে ।

শনিবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে আলোচনা সভায় এ তথ্য দেন ডা. শাহানারা চৌধুরী। তিনি হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের প্রধান ও প্রকল্পের ফোকাল পয়েন্ট।

ডা. শাহানারা বলেন, এইচআইভি সেবা জোরদার প্রকল্পের আওতায় হাসপাতালে জন্ম নেয়া ১৭ শিশু মায়ের বুকের দুধ পান করেছে। তারা সুস্থ আছে। তাদের নিয়মিত চেকআপ করছি।

তিনি জানান, হাসপাতালে প্রিভেনশন অফ মাদার টু চাইল্ড ট্রান্সমিশ (পিএমটিসিটি)সেবার আওতায় এ পর্যন্ত ৫৬ হাজার ৪৪৫ গর্ভবতী বিনামূল্যে সেবা গ্রহণ করেছেন। এইচআইভি সংক্রমণ রোধ করতে প্রসূতি নারীকে ডেলিভারির পূর্বে পরীক্ষা করানো হচ্ছে।

আলোচনায় বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ, চমেক উপাধ্যক্ষ ডা. প্রদীপ কুমার দত্ত, হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের সাবেক প্রধান ও এইডস বিশেষজ্ঞ ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, বি এম এ চট্টগ্রামের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. মনোয়ারুল হক, চমেক হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের প্রধান ডা. মোহাম্মদ রফিকুল মওলা প্রমূখ।

এর আগে দিবস উপলক্ষে হাসপাতাল থেকে র‌্যালি বের হয়।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

 

Best Electronics
Best Electronics