চট্টগ্রামের হেড কোচ হলেন নিক্সন
স্পোর্টস ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২১:০৪ ২০ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রামের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান পল অ্যান্ড্রু নিক্সন। এর আগে দলটির বোলিং কোচ হিসেবেও আরেক ইংলিশম্যান কবির আলির নাম ঘোষণা করা হয়।
নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফ্রাঞ্চাইজিভিত্তিক কোচিংয়ে বেশ সমৃদ্ধ নিক্সনের ক্যারিয়ার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জামাইকা তালাওয়াস তারই অধীনে টানা দুই শিরোপা জয় করে।
ইংলিশ কাউন্টি ক্লাব লিস্টারশায়ারের প্রথম শ্রেণির ক্রিকেট খেলা নিক্সন দলটির প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন। যদিও জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ার খুব বেশিদূর এগোয়নি। ইংল্যান্ডের হয়ে ৩১টি ওয়ানডের পাশাপাশি ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
১৯৮৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে যাত্রা শুরু করেন তিনি। ২০১১ সালে অবসরে যান ৪৯ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
ডেইলি বাংলাদেশ/এম