Alexa চকরিয়ায় নেটওয়ার্ক সভা

ঢাকা, বুধবার   ১৭ জুলাই ২০১৯,   শ্রাবণ ২ ১৪২৬,   ১৩ জ্বিলকদ ১৪৪০

চকরিয়ায় নেটওয়ার্ক সভা

চকরিয়া (কক্সাবাজার) প্রতিনিধি

 প্রকাশিত: ১৩:৫৪ ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৩:৫৪ ১০ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় সচেতন নাগরিক কমিটি (সনাক) উদ্যোগে উপজেলায় এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে নেটওয়ার্ক সভা হয়েছে।

বুধবার রাতে উপজেলার ভরামুহুরীস্থ সনাক’র কার্যালয়ে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন সনাক চকরিয়া শাখার সভাপতি অধ্যাপক একেএম শাহাবুদ্দিন।

স্বাগত বক্তব্যে টিআইবির এরিয়া ম্যানেজার এ.জি.এম জাহাঙ্গীর আলম বলেন, চকরিয়ায় চলমান দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সনাকের সঙ্গে কর্মরত বেসরকারি সংস্থার পক্ষ থেকে সক্রিয় ভূমিকা রাখায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চকরিয়ার এনজিও সমন্বয়ক ও দুপ্রক সভাপতি মো.নোমান, আইসিডিডিআরবি’র ফিল্ড রিচার্স ম্যানেজার শহীদুল হক, কর্মনীড়’র নির্বাহী পরিচালক নারী নেত্রী শাহানা বেগম, শেড’র প্রকল্প ব্যবস্থাপক মো. শওকত ওসমান, আশার শাখা ব্যবস্থাপক ফজলুল হক, টিএমএসএস এর শাখা ব্যাবস্থাপক মো. হুমায়ুন কবির, সনাক সদস্য অধ্যাপক বুলবুল জান্নাত শাহীন, সনাক সদস্য মহব্বত চৌধুরী, সনাক সদস্য জারিয়াতুল মোস্তফা প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এমকেএ