Alexa ঘোড়ায় চড়ে ভিক্ষা করে ভাইরাল জামালপুরের ফরিদ

ঢাকা, রোববার   ১৯ জানুয়ারি ২০২০,   মাঘ ৫ ১৪২৬,   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

ঘোড়ায় চড়ে ভিক্ষা করে ভাইরাল জামালপুরের ফরিদ

জামালপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৩৫ ৩ ডিসেম্বর ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শারীরিক প্রতিবন্ধী হওয়ায় কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। উপায়ন্তর না পেয়ে বেছে নেন ভিক্ষা বৃত্তি। বিয়ে করেছেন ১০ বছর আগে। সেই সময় থেকে তিনি ঘোড়ায় চড়ে ভিক্ষা শুরু করেন। বর্তমানে স্ত্রীকে নিয়ে ভালোই চলছে তার সংসার।

সোমবার শহরের দয়াময়ী এলাকার ঘোড়ায় চড়ে তার ভিক্ষাবৃত্তির ছবি ভাইরাল হয় ফেসবুকে।

অসহায় ভিক্ষুকটি আর কেউ নন, তিনি হলেন জামালপুরের ফরিদ। তিনিই ঘোড়ায় চড়ে ভিক্ষা করে ভাইরাল হয়েছেন।

ফরিদ শারীরিক প্রতিবন্ধী ভিক্ষাবৃত্তি করেন ঘোড়ায় চড়ে। ঘুরে বেড়ান শহর থেকে গ্রাম, রোজগারও ভালো হয়।

তিনি জানান, বিয়ে করেছেন ১০ বছর আগে সেই সময় থেকে তিনি ঘোড়ায় চড়ে ভিক্ষা করেন। স্ত্রীকে নিয়ে ভালোই চলে তার সংসার।

ফরিদ জানান, গত একমাস ঘোড়া ছাড়া ভিক্ষা করে দিনে তার আয় ছিল ৩০০ থেকে সাড়ে ৩৫০ টাকা। তবে বর্তমানে ঘোড়ায় চড়ে সারাদিন ঘুরে তার আয় ৫০০ টাকা ছাড়িয়ে গেছে। 

ডেইলি বাংলাদেশ/জেএইচ