Alexa ঘোড়দৌড় প্রতিযোগিতায় লাখো মানুষের ঢল

ঢাকা, সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৪ ১৪২৬,   ২২ জমাদিউস সানি ১৪৪১

Akash

ঘোড়দৌড় প্রতিযোগিতায় লাখো মানুষের ঢল

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:১৭ ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ২১:২০ ২৫ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুরের মিঠাপুকুরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রথমবারের মতো ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। শনিবার বিকেলে ঘোড়দৌড় দেখতে লাখো মানুষের ঢল নামে।

উপজেলার দুর্গাপুর ইউপির আয়োজনে অনুষ্ঠিত ঘোড়াদৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি। 

প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগ নেতা টিভি টক শো ব্যক্তিত্ব রাশেক রহমান। দূর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও মো. মামুন ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, আওয়ামী লীগ নেতা মেসবাহুর রহমান প্রধান, আনোয়ার সাদাত লেমন প্রমুখ।

শঠিবাড়ী বন্দরের অদূরে দুর্গাপুর ইউপির সামনে বিশাল খোলা মাঠে এক বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এই প্রতিযোগিতা হয়। এ, বি, সি গ্রুপে বিভক্ত হয়ে শতাধিক ঘোড়দৌড়ে অংশ নেয়। পরে, বিজয়ী ঘোড়া ও মালিককে পুরস্কৃত করা হয়। দীর্ঘদিন পর ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রায় এক লাখ মানুষ জড়ো হয়ে খেলা উপভোগ করেন।

ডেইলি বাংলাদেশ/এমকে