Alexa ঘূর্ণিঝড় শেষে করণীয়    

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২২ ১৪২৬,   ০৯ রবিউস সানি ১৪৪১

ঘূর্ণিঝড় শেষে করণীয়    

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৩১ ৯ নভেম্বর ২০১৯   আপডেট: ১৯:৩৭ ৯ নভেম্বর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ক্ষণে ক্ষণে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে । এর মোকাবেলায় কয়েক লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। তবে বেশিরভাগ মানুষই আশ্রয়কেন্দ্রের বাইরে রয়েছে। 

আশ্রয়কেন্দ্রে বা ঘরে যেখানেই থাকুন ঘূর্ণিঝড়ের পরে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।

ঘূর্ণিঝড়ের পরপরই দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। ঘূর্ণিঝড়ে কী ঘটেছে তা দেখার জন্য দ্রুত বাইরে বের হওয়ার ফলে মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটে। এজন্য বাইরে বের হওয়ার আগে নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে।

১. রেডিও বা অন্য কোনো সংবাদমাধ্যমের দিকে খেয়াল রাখতে হবে। সরকারি কর্তৃপক্ষ বাইরে বের হওয়ার নির্দেশনা না দেয়া পর্যন্ত বের হওয়া যাবে না।

২. আপনি যদি বের হয়ে পড়েন এবং তখনো ঘরে থাকার নির্দেশনা থাকে তাহলে দ্রুত ঘরে ফিরতে হবে।

৩. ঘূর্ণিঝড়ের পর বাইরে দেখতে না গিয়ে পরিবারের সদস্য, আত্মীয় ও প্রতিবেশীদের খোঁজ নিতে হবে।

৪. ঘরের বৈদ্যুতিক সংযোগ ও গ্যাস সংযোগ দেয়ার আগে সংযোগ লাইন ঠিক আছে কিনা ভালো করে দেখে নিতে হবে।

৫. খাবার পানি বা অন্যান্য দ্রব্য নিরাপদ আছে কিনা দেখে নিতে হবে। পানি অনিরাপদ মনে হলে ফুটিয়ে পান করতে হবে।

৬. ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক পিলার বা স্থাপনার কাছাকাছি যাওয়া যাবে না। ভেঙে পড়া গাছ বা বন্যা প্রবেশ করা পানির কাছে যাওয়া যাবে না।

ডেইলি বাংলাদেশ/এমএইচ