Alexa ঘূর্ণিঝড় নাকরির আঘাত, শত শত ঘরবাড়ি বিধ্বস্ত

ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২০,   মাঘ ১০ ১৪২৬,   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

ঘূর্ণিঝড় নাকরির আঘাত, শত শত ঘরবাড়ি বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:৪৮ ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ১৩:২২ ১৪ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে ঘূর্ণিঝড় নাকরি। ভিয়েতনামের ওপর দিয়ে যাওয়ার সময় নিহত হয়েছেন কমপক্ষে ২ জন। 

বুধবার ঘূর্ণিঝড় নাকরির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে চার শ ৩০ টি বাড়ি। দুই জনের মৃত্যুর পাশাপাশি এক জনের নিখোঁজ হবারও খবর মিলেছে। ব্যাপক ঝড়ে কমপক্ষে ১ হাজার হেক্টর জমি নষ্ট হয়ে গেছে, পাশাপাশি বহু রাস্তা পানির নিচে তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

নাকরির জেরে অবস্থা কতটা ভয়ানক তা জানতে ৮ নভেম্বর থেকে ইউরোপীয়ান কমিশন স্যটেলাইট ম্যাপিং সিস্টেম চালু করেছে। আগামী ২৪ ঘণ্টার সতর্কবার্তা হিসেবে দেশের পূর্ব ও উত্তর ভাগেও ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের আশঙ্কা করছে সে দেশের আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড় ‘নাকরি’ দক্ষিণ চীন সাগরে তৈরি। দক্ষিণ থাইল্যান্ড অতিক্রম করে মিয়ানমারের দক্ষিণ দিকে অবস্থান করছে। এরপরই বঙ্গোপসাগরের ওপরে আসবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অফিস। 

ডেইলি বাংলাদেশ/এমকে