Alexa ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা আটক

ঢাকা, মঙ্গলবার   ২৩ জুলাই ২০১৯,   শ্রাবণ ৮ ১৪২৬,   ১৯ জ্বিলকদ ১৪৪০

ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা আটক

চট্টগ্রাম প্রতিনিধি

 প্রকাশিত: ২২:৪৫ ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ২২:৪৫ ১০ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘুষের টাকাসহ কাস্টমস হাউজের এক রাজস্ব কর্মকর্তাকে আটক করেছে দুদক।

আটক কর্মকর্তার নাম নাজিম উদ্দিন। তিনি চট্টগ্রাম কাস্টমস হাউজে পণ্য খালাসের ছাড়পত্র প্রদানের দায়িত্বে ছিলেন।

দুদক চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. লুৎফুল কবীর চন্দন বলেন, দুদকের হটলাইন নাম্বারে ফোন পেয়ে ছয় লাখ টাকাসহ চট্টগ্রাম কাস্টমস হাউজের নিচতলার কার্যালয় থেকে ছয় লাখ টাকাসহ নাজিম উদ্দিনকে আটক করা হয়েছে।

মো. লুৎফুল কবীর চন্দন বলেন, রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিন পণ্য খালাসের ছাড়পত্র দেয়ার জন্য ঘুষ নেন এমন অভিযোগ ছিল। তার ড্রয়ার থেকে নগদ ছয় লাখ টাকা পাওয়া গেছে। তিনি টাকার উৎস জানাতে পারেননি।

ডেইলি বাংলাদেশ/এআর