Alexa ঘুমিয়ে থাকা দুই ভাইকে যে কারণে মেরে ফেলল সাপ!

ঢাকা, মঙ্গলবার   ২২ অক্টোবর ২০১৯,   কার্তিক ৬ ১৪২৬,   ২২ সফর ১৪৪১

Akash

ঘুমিয়ে থাকা দুই ভাইকে যে কারণে মেরে ফেলল সাপ!

ঝিনাইদহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:৪৬ ১৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১০:৫৬ ১৭ সেপ্টেম্বর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

ঝিনাইদহের শৈলকুপায় গভীর রাতে বিষধর সাপের কামড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

তারা হলেন- শৈলকুপা উপজেলার নাকপাড়া গ্রামের নওয়াব আলীর ছেলে শাহীন হোসেন (৩০) ও সোহান হোসেন (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ ঘরে একই খাটে ঘুমিয়েছিল দুই ভাই। পরে রাত ১২টার দিকে বিষধর সাপ তাদের কামড় দেয়। সে সময় তাদের চিৎকারে পরিবারের অন্যরা ছুটে এসে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঝিনাইদহের সহকারী এসপি (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে দুই ভাইয়ের মৃত্যুতে নাকপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় অনেকেই বলছেন, রাতে ঘুমিয়ে থাকার কারণেই দুই ভাই সাপের উপস্থিতি টের পাননি। এতে সহজেই তাদের সাপ দংশন করে।

এর আগে সোমবার শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে বিলকিস বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়।  এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে তিনজনের মৃত্যু হলো।

ডেইলি বাংলাদেশ/জেডআর