Alexa ঘুচলো ১৯ বছরের আঁধার

ঢাকা, সোমবার   ১৯ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ঘুচলো ১৯ বছরের আঁধার

সুনামগঞ্জ প্রতিনিধি

 প্রকাশিত: ০২:১৮ ২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০২:১৮ ২ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পৌরসভা প্রতিষ্ঠার ১৯ বছর পর সড়ক বাতিতে আলোকিত হলো সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহর। শহরজুড়ে আলো ছড়াচ্ছে দুই শতাধিক সড়ক বাতি। আলোর মুখ দেখতে চলেছে পৌরসভার সবগুলো সড়ক।

১৯৯৯ সালে জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের প্রচেষ্টায় জগন্নাথপুর সদর ইউপিকে পৌরসভা করা হয়। ২০০২ সালে পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ মিজান আংশিক সড়ক বাতির ব্যবস্থা করলেও দীর্ঘদিনের অব্যবস্থাপনায় নষ্ট হয়ে যায় বাতিগুলো। ফলে আঁধারে ডুবে যায় পুরো নগর। ১৯ বছর পর সেই আলো ফিরে পাওয়ায় খুশি নগরবাসী।

জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক বলেন, অন্ধকার থাকত সড়কগুলো। চলাচল করা কঠিন ছিল। ছিল দুর্ঘটনা, ছিনতাইয়ের ঝুঁকি। বাতির আলোয় পৌরসভার চেহারাই পাল্টে গেছে, সবাই খুশি।

পৌর মেয়র আব্দুল মনাফ বলেন, প্রথমবারের মতো পৌর শহরের বিভিন্ন সড়কে দুই শতাতিক সড়ক বাতি লাগানো হয়েছে। পর্যাক্রমে সবগুলো সড়কে আলোর ব্যবস্থা করা হবে।

ডেইলি বাংলাদেশ/এআর

Best Electronics
Best Electronics