Alexa ঘরে ঢুকলেই শান্ত হয়ে যায় কোহলি : আনুশকা

ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১২ ১৪২৬,   ০১ রজব ১৪৪১

Akash

ঘরে ঢুকলেই শান্ত হয়ে যায় কোহলি : আনুশকা

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:১১ ১ আগস্ট ২০১৯   আপডেট: ২১:৫৬ ১ আগস্ট ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মাঠে চরম আগ্রাসী ভারতের ক্রিকেট দলের অধিনায়ক কোহলি। প্রায়ই বিপক্ষ দলের খেলোয়াড়, এমনকি আম্পায়ারের সঙ্গেও বিতণ্ডায় জড়ান। কিন্তু বরাবরের মতোই তার প্রশংসামুখর স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। স্ত্রীর দাবি, মাঠে আগ্রাসী হলেও অন্য সময়ে একেবারেই ‘শান্ত’ কোহলি।

ভারতের বিনোদন সংবাদমাধ্যম ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে আনুশকা শর্মা বললেন, আমার দেখা অন্যতম শান্ত মানুষ সে (কোহলি)। মাঠের বাইরে একদম ধীরস্থির। আপনারা আমার বন্ধুবান্ধব ও সহকর্মীদেরই না হয় জিজ্ঞেস করে দেখুন। 

মাঠে ও অমন করে, কারণ খেলার প্রতি ওর তীব্র ভালোবাসা। বাস্তব জীবনে ও আগ্রাসী নয়। ওটা শুধুই মাঠের। আমার জানামতে সবচেয়ে শান্ত মানুষ ও। ওর দিকে তাকালেই মনে হয়, ‘ওয়াও! তুমি এত আমুদে!’

২০১৩ সালে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার সময় আনুশকার সঙ্গে কোহলির ঘনিষ্ঠতা বাড়ে। এরপর বন্ধুত্ব থেকে প্রেম। ২০১৭ সালে সাতপাকে বাঁধা পড়েন তারা।