Alexa ঘরে আগুন লাগালো কুকুরছানা, ভিডিও ভাইরাল  

ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০১৯,   কার্তিক ৩০ ১৪২৬,   ১৭ রবিউল আউয়াল ১৪৪১

Akash

ঘরে আগুন লাগালো কুকুরছানা, ভিডিও ভাইরাল  

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:০৪ ৩১ অক্টোবর ২০১৯   আপডেট: ২১:০৯ ৩১ অক্টোবর ২০১৯

ভিডিও থেকে নেয়া

ভিডিও থেকে নেয়া

১০ মাসের কুকুরছানা। নাম আর্চি। থাকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। সারা দিন নিজের মালিকের বাড়ি দাপিয়ে বেড়ায় সে। মাতিয়ে রাখে সবাইকে। 

সম্প্রতি কুকুরছানার মালিক তাকে ঘরে একা রেখে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। কিন্তু ওই টুকু সময়ের মধ্যেই আর্চি যা কাণ্ড ঘটিয়েছে, তা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে।

এতে দেখা যাচ্ছে, দৌঁড়ে এসে বাড়ির সোফায় বসল আর্চি। মুখে তুলে নিয়েছে বাড়ির গ্যাস লাইট। সোফায় বসে সেই গ্যাসলাইটই চিবোতে শুরু করল সে। 

একপর্যায়ে তার মুখ থেকে ফসকে সোফায় পড়ে গ্যাসলাইটটি। আর তাতেই জ্বলে ওঠে আগুন। ভয়ে সোফা থেকে নেমে পালিয়ে যায় আর্চি। আর আগুন জ্বলতেই থাকে সোফায়।

মালিক বাড়ি ফিরে আগুন জ্বলতে দেখে খবর দেন দমকল বিভাগে। সেখানকার কর্মীরা এসে আগুন নেভায়। 

আর্চির পালিকা সে দেশের এক স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মিনিট পাঁচেকের জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন তিনি। তার মধ্যেই এই কাণ্ড ঘটায় তার পোষ্য। 

দেখুন সেই ভিডিও- 

ডেইলি বাংলাদেশ/এমএইচ