Alexa ঘরের মাঠে চেলসিকে রুখে দিলো লিস্টার সিটি

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ১ ১৪২৬,   ১৬ মুহররম ১৪৪১

Akash

ঘরের মাঠে চেলসিকে রুখে দিলো লিস্টার সিটি

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৩:১৫ ১৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৩:১৭ ১৯ আগস্ট ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সাবেক তারকা মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের স্ট্যামফোর্ড ব্রিজে ফেরাটা সুখের হলো না। লিস্টার সিটি ১-১ গোলের ড্রয়ে রুখে দিয়েছে তার দল চেলসিকে।

ম্যাচের শুরুতে গ্যালারির এক অংশে সমর্থকরা বিশাল ব্যানারে ল্যাম্পার্ডকে স্বাগত জানায়, যেখান লেখা ছিল: ‘ঘরে স্বাগতম, সুপার ফ্র্যাঙ্ক।’

কিন্তু কোচ হিসেবে ঘরের মাঠে প্রথম লিগ ম্যাচে ল্যাম্পার্ড জয়ের হাসি হাসতে পারেনি। শুরুতে তারা এগিয়ে গেলেও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় চেলসিকে।

পেনাল্টি বক্সের মধ্যে উইলফ্রেড এনদিদির কাছ থেকে বল কেড়ে নিয়ে সপ্তম মিনিটে নিচু শটে গোল করেন ম্যাসন মাউন্ট। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্লুরা।

প্রথমার্ধের ভুলের আক্ষেপ এনদিদি কাটায় সমতা ফেরানো গোলে। ৬৬ মিনিটে জেমস ম্যাডিসনের ক্রস থেকে লক্ষ্যভেদী হেডে ১-১ করেন লিস্টারের এই খেলোয়াড়।

লিগের দুই ম্যাচ শেষে একটিও জয় নেই চেলসির। প্রথম ম্যাচে তারা ৪-০ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে যায়। আগের ম্যাচে উয়েফা সুপার কাপে তারা পেনাল্টি শুট আউটে হারে লিভারপুলের কাছে।

ডেইলি বাংলাদেশ/আরএ