Alexa গোসল করতে গিয়ে দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

রামগড়ে গোসল করতে গিয়ে দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৪৭ ১৪ জুন ২০১৯   আপডেট: ১৭:৫১ ১৪ জুন ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির রামগড়ের ফেনী নদীতে গোসল করতে গিয়ে দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।  

বৃহস্পতিবার উপজেলার সীমান্তবর্তী ফটিকছড়িতে বাগান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাগানবাজার ইউপির পুরান রামগড়ের বাসিন্দা প্রবাসী বোরহান উদ্দিনের ছেলে জুবায়ের হোসেন, আজহার উদ্দিন ও পূর্ব হলুদিয়ার মোহাম্মদ আলীর ছেলে তৌহিদুল আলম।

স্থানীয়দের বরাত দিয়ে রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ডলার ত্রিপুরা জানান, চার শিশু নুরুল ইসলাম মেম্বারের বাড়িতে বেড়াতে এসে নদীর পানিতে গোসল করতে নামে। এর মধ্যে তলিয়ে যাওয়া এক শিশুকে বাঁচাতে দুই ভাই এগিয়ে গেলে তারাও তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা আরেক শিশু বাড়িতে খবর দিলে ফায়ার সার্ভিসের সঙ্গে রামগড় যুব রেড ক্রিসেন্ট ও স্থানীয়রা নিখোঁজদের উদ্ধারে নামেন। তিন ঘণ্টা পর উদ্ধারে ব্যর্থ হয়ে চট্টগ্রাম থেকে ডুবুরি দল আনা হয়। তারা সন্ধ্যার দিকে নিখোঁজদের মরদেহ উদ্ধার করেন।  

তিনি বলেন, নদীতে পানি কম থাকলেও ঘটনাস্থলে প্রায় ২০ ফুট গভীর কূপ ছিল। সে কূপেই তারা তলিয়ে যায়।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

Best Electronics
Best Electronics