Alexa গোসলে গিয়ে লাশ হয়ে ফিরল দুই ভাই

ঢাকা, মঙ্গলবার   ১২ নভেম্বর ২০১৯,   কার্তিক ২৭ ১৪২৬,   ১৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

গোসলে গিয়ে লাশ হয়ে ফিরল দুই ভাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৫৪ ১৮ অক্টোবর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে পুকুরে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বন্দর ইউপির বেজেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- ওই গ্রামের আল-আমিন মিয়ার ছেলে মিরাজ হোসেন ও আলমগীর মিয়ার ছেলে অয়ন মিয়া। তারা সম্পর্কে চাচাতো ভাই।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকালে মিরাজ ও অয়ন বাড়ির পাশে পুকুরে গোসলে যায়। দুই-তিন ঘণ্টা পরও তারা বাড়িতে না ফেরায় স্বজনরা পুকুরে খুঁজতে থাকেন। এ সময় পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিসক মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/এমআর