Alexa গোসলে গিয়ে লাশ হয়ে ফিরল দুই বোন

ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০১৯,   কার্তিক ৩০ ১৪২৬,   ১৭ রবিউল আউয়াল ১৪৪১

Akash

গোসলে গিয়ে লাশ হয়ে ফিরল দুই বোন

বাগেরহাট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:২২ ১ নভেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বাগেরহাটে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সদর উপজেলার উত্তর খানপুর হাফিজিয়া ফোরকানিয়া মাদরাসার পুকুরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- ওই মাদরাসার শিক্ষক হাফেজ আশিকুর রহমানের মেয়ে মিম আক্তার ও খুলনার রূপসা উপজেলার কাজদিয়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে লুবনা আক্তার। তারা সম্পর্কে খালোতো বোন।

সদর মডেল থানার ওসি মাহতাব উদ্দিন বলেন, জুমার দিন হওয়ায় দুপুরে মাদরাসার পুকুর এলাকায় কেউ ছিল না। এ সময় মিম ও লুবনা গোসলে নামে। একপর্যায়ে লুবনা ডুবে যায়। তাকে বাঁচাতে গেলে মিমও ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/এমআর