গোয়েন্দা সংস্থায় প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালাল আইএস
প্রকাশিত: ২১:১৮ ১৮ ডিসেম্বর ২০১৭

ছবি: সংগৃহীত
আফগানিস্তানের রাজধানী কাবুলের গোয়েন্দা সংস্থায় প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে বন্দুকধারীরা৷ আর এই ঘটনার দায় স্বীকার করেছে সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট৷
এএফপি’র এক খবরে, আজ সোমবার সকাল ১০.১০ মিনিট নাগাদ একদল সশস্ত্র বন্দুকধারী, কাবুলের আফসার এলাকায় এনডিএস ট্রেনিং সেন্টারে নির্মীয়মাণ একটি বিল্ডিংয়ে ঢুকে পড়ে৷ কমপক্ষে পাঁচটি বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে৷
এঘটনায় চারজন হামলাকারী ছিল বলে জানা যায়৷ এসময় জনসাধারণের জন্য ওই এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়৷ তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত৷
জিহাদিদের মুখপাত্র আমাক জানিয়েছে, ‘আইএসের দুই সদস্য কাবুলের গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে।’
ডেইলি বাংলাদেশ/আরকে