Alexa গোবিন্দগঞ্জে শিয়ালের কামড়ে কিশোরীসহ আহত ৪

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

গোবিন্দগঞ্জে শিয়ালের কামড়ে কিশোরীসহ আহত ৪

 প্রকাশিত: ১৯:০৯ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ১৯:০৯ ৯ নভেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সমসপাড়া গ্রামে শুক্রবার দুপুরে শিয়ালের কামড়ে কিশোরীসহ চারজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

আহতরা হলেন, ওই গ্রামের ফারাজ উদ্দিনের ছেলে বাতেন মিয়া, সুন্দইল দ্বিশমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী শান্তি, উত্তরপাড়া গ্রামের জাফিরুল শেখের ছেলে এনামুল, মমিরুলের ছেলে মিলন।

বাড়ির পাশের ধানক্ষেতে লুকিয়ে থাকা শিয়াল হঠাৎ এসে বাতেনকে আক্রমণ করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারাও শিয়ালের আক্রমণের শিকার হয়। পরে গ্রামবাসী ধাওয়া করে শিয়ালটিকে মেরে ফেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদ আলম বলেন, গুরুতর আহত বাতেনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর