Alexa গোপালগঞ্জে বিএনপির সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা, রোববার   ২৫ আগস্ট ২০১৯,   ভাদ্র ১১ ১৪২৬,   ২৪ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

গোপালগঞ্জে বিএনপির সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা

গোপালগঞ্জ প্রতিনিধি

 প্রকাশিত: ২০:২০ ১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ২১:০৯ ১ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজকে শুক্রবার রাতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম. মুনসুর আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপি ও সব অঙ্গ সংগঠনের যৌথসভা হয়। এতে জেলা বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ দল বিরোধী কার্যকলাপ, এলাকায় না আসা, কর্মীদের বিপদে কোনো প্রকারের খোঁজ খবর না নেয়া, দলীয় কার্যক্রম থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিরত রাখাসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো নেতা-কর্মীর সঙ্গে কোনো যোগাযোগ না করে গোপনে নিজ কর্মচারীর মাধ্যমে মনোনয়ন ফরম জমা দেয়ার অভিযোগে তাকে গোপালগঞ্জ জেলা বিএনপি অবাঞ্ছিত ঘোষণা করেছে।

গোপালগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম,মনসুর আলী বলেন, দলের নেতা-কর্মীরা তার বিরুদ্ধে  নানা অভিযোগ আনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিকট পাঠানো হয়েছে।  

এ ব্যাপারে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, যারা তাকে অবাঞ্চিত ঘোষণা করেছে তাদের গোপালগঞ্জবাসী আগে থেকেই চেনেন। তারা যে কি বলতে পারেন, তা আমার থেকে জনগণই ভালো জানেন।

ডেইলি বাংলাদেশ/জেএস

Best Electronics
Best Electronics