Alexa গোপালগঞ্জে বাস উল্টে নিহত ৪

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

গোপালগঞ্জে বাস উল্টে নিহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:৪৮ ২৯ জুলাই ২০১৯   আপডেট: ১৯:৫২ ২৯ জুলাই ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- নড়াইল জেলার নড়াগাতি থানার জলডাঙ্গা গ্রামের লোকমান মোল্লা (৬০), একই থানার ডুমুরিয়া গ্রামের গফ্ফার মোল্লা (৬৫), কিবরিয়া মোল্লা (৫০) ও চান মিয়া (৩০)। নিহতরা দুর্ঘটনায় কবলিত বাসের ছাদে ছিলেন। তারা ১৫/২০ জন শ্রমিক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজারে যাচ্ছিলেন।

কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান বলেন, গোপালগঞ্জ থেকে যাত্রীবাহী লোকাল বাসটি কাশিয়ানী উপজেলার ব্যাসপুরে যাচ্ছিল। ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আর হাসপাতালে নেয়ার সময় আরো দুইজনের মৃত্যু হয়। আহত ১৫ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং ১০ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি আরো বলেন, উদ্ধারকাজ চলছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ডেইলি বাংলাদেশ/জেএস/এস

 

Best Electronics
Best Electronics