Alexa গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৬ ১৪২৬,   ২৩ রবিউল আউয়াল ১৪৪১

Akash

গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:০৩ ২৪ অক্টোবর ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর দক্ষিণ ফুকরা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত জিকির শেখ সদর উপজেলার বনগামের তৈয়ব শেখের ছেলে। 

কাশিয়ানীর রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আমিনুর রহমান জানান, সোমবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। রাতে বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে এবং পরদিন গোপালগঞ্জ থানায় একটি জিডি করে। নিখোঁজের তিনদিন পর মহাসড়কের পাশের খাদে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএস