Alexa গোপালগঞ্জে ট্রলিচাপায় খাদ্য পরিদর্শক নিহত

ঢাকা, রোববার   ১৫ ডিসেম্বর ২০১৯,   পৌষ ১ ১৪২৬,   ১৮ রবিউস সানি ১৪৪১

গোপালগঞ্জে ট্রলিচাপায় খাদ্য পরিদর্শক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৩৯ ১৫ নভেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

গোপালগঞ্জে ট্রলিচাপায় মোল্লা মো. মনিরুজ্জামান মুন্নু নামের এক খাদ্য পরিদর্শক নিহত হয়েছেন। শুক্রবার সকালে জেলা শহরের লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্নু শহরতলীর লতিফপুর ইউপির চরমানিকদাহ পূর্বপাড়ার চাঁন মোল্লার ছেলে। তিনি গোপালগঞ্জ সদরের খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, খাদ্য পরিদর্শক মুন্নু সকালে হাঁটতে বের হন। এ সময় একটি ইট বোঝাই ট্রলি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ট্রলিসহ চালককে আটক করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ