Alexa গোপালগঞ্জে জসিম হত্যার বিচার দাবি

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

গোপালগঞ্জে জসিম হত্যার বিচার দাবি

গোপালগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:৫২ ২৩ জুলাই ২০১৯   আপডেট: ১৫:৫৪ ২৩ জুলাই ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জে জসিম শেখ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচার দাবি করেছে পরিবার ও এলাকাবাসী।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা শহরের বঙ্গবন্ধু সড়কে স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় নিহত জসিমের দুই শিশু ও বৃদ্ধা মা হত্যাকারীদের বিচারের দাবি করেন।

পরে তারা বিক্ষোভ মিছিল করে ডিসি কার্যালয়ের সামনে যান। পরে জসিম হত্যার বিচারের দাবিতে ডিসির কাছে একটি স্মারকলিপি দেন।

১৯ জুলাই শত্রুতার জেরে প্রতিপক্ষ বখতিয়ার শেখের নেতৃত্ব একদল লোক জসিম শেখের বাড়িতে হামলা চালায়। এ সময় জসিমকে তোলে নিয়ে কুপিয়ে, পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করা হয়। নিহত জসিম শশাবাড়িয়া গ্রামের আজিজ শেখের ছেলে। সে শশাবাড়িয়া গ্রামে খুন হওয়া লাক্কু খাঁ হত্যা মামলার সাক্ষী ছিলো। এ ঘটনায় নিহত জসিমের মা রেবা বেগম বাদী হয়ে সদর থানায় ২৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

Best Electronics
Best Electronics