Alexa গোপনে ব্যাচেলর পার্টি দিলেন রণবীর-দীপিকা

ঢাকা, সোমবার   ১৮ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৪ ১৪২৬,   ২১ রবিউল আউয়াল ১৪৪১

Akash

গোপনে ব্যাচেলর পার্টি দিলেন রণবীর-দীপিকা

 প্রকাশিত: ০৯:২৪ ৭ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৯:২৪ ৭ সেপ্টেম্বর ২০১৮

রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন

রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন

আয়ারল্যান্ডের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন দু’জনে। হঠাৎই ভিড়ের মাঝে এক ভক্ত তাদের লক্ষ করেন। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলেন, দীপিকা আর রণবীর। কী কিউট...!

এদিকে, এখন শোনা যাচ্ছে এ বেড়ানো নাকি যে সে বেড়ানো নয়। বিশেষ এক কারণেই দীপিকা আর রণবীরের আয়ারল্যান্ডে  যাওয়া।

প্রায় দু’মাস ধরেই নাকি ব্যাচেলর পার্টির প্ল্যানিং করছেন রণবীর সিং। আগস্টের প্রথম দিকে তো গিয়েইছিলেন। আগস্টের একবারে শেষের দিকেও আবারো আয়ারল্যান্ডে গিয়েছিলেন রণবীর। 

অনেকেই ভাবলেন, এটা হয়তো অভিনেতার একটা ছোট ট্রিপই হবে। কিন্তু না। বলি সূত্রের খবর, ব্যাচেলর পার্টি দিতেই পরের বার আয়ারল্যান্ডে গিয়েছিলেন অভিনেতা। শুধু রণবীর একা নন, দীপিকাও ওই পার্টিতে ছিলেন বলে জানা যায়।

কিছু দিন আগেই সংবাদমাধ্যমের সামনে বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন দীপিকা পাড়ুকোন। বিয়ে আদৌ হচ্ছে কি না, সে সব প্রশ্নের ধার ধারেননি। খালি বলেছিলেন, খুব শীঘ্রই সব কিছু জানতে পারবেন। আর তারপর থেকেই যেন রণবীর-দীপিকার ভক্তদের মধ্যে উন্মাদনা আরো বেড়েই চলেছে।

ডেইলি বাংলাদেশ/টিএএস