Alexa গোপনে দেখা করায় প্রকাশ্যে প্রেমিক যুগলের মাথা মুণ্ডন!

ঢাকা, শুক্রবার   ১৯ জুলাই ২০১৯,   শ্রাবণ ৪ ১৪২৬,   ১৫ জ্বিলকদ ১৪৪০

গোপনে দেখা করায় প্রকাশ্যে প্রেমিক যুগলের মাথা মুণ্ডন!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:০৭ ২৫ জুন ২০১৯   আপডেট: ১৩:৪৫ ২৫ জুন ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গোপনে প্রেমিকার সঙ্গে দেখা করার অপরাধে ওই প্রেমিক যুগলের মাথা প্রকাশ্যেই মুণ্ডন করে দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ভারতের ওড়িষ্যার ময়ূরভঞ্জ এলাকার।

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, ময়ূরভঞ্জ এলাকায় এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ওই ব্যক্তির। ২২ জুন লুকিয়ে প্রেমিকার বাড়িতে দেখা করতে যান তিনি। এই অপরাধেই ওই এলাকার কিছু লোক তাদের ধরে জোর করে মাথা মুড়িয়ে দেয়।

কয়েকজন পুরো দৃশ্যটি মোবাইলে ক্যামেরাবন্দী করে। পরে সেই ছবি ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রশাসনকে।

পুলিশ জানায়, অপরাধীদের খোঁজে তল্লাশি চলানো হচ্ছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এমকে