Alexa স্থূলতায় ভুগছে মার্কিন এক-তৃতীয়াংশ তরুণ-তরুণী

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

স্থূলতায় ভুগছে মার্কিন এক-তৃতীয়াংশ তরুণ-তরুণী

 প্রকাশিত: ১৭:৩২ ১২ অক্টোবর ২০১৮   আপডেট: ১৭:৫৩ ১২ অক্টোবর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের কমপক্ষে এক-তৃতীয়াংশ তরুণ-তরুণীর স্থূলতার কারণে দেশটির সেনাবাহিনীতে ভর্তিতে অযোগ্য হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি এক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুধবার জরিপের বরাতে দেশটির গণমাধ্যম জানায়, এ কারণে চলতি বছর মার্কিন সেনাবাহিনীতে যে ৭০ হাজার লোক নেয়ার লক্ষ্য ছিল তা থেকে সাড়ে ছয় হাজার লোক কম নেয়া হয়েছে। 

এদিকে বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য পেন্টাগনের কর্মকর্তাদেরকে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের প্রতি জোর দেয়ার আহ্বান জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, শতকরা প্রায় ৩১ ভাগ ছেলে-মেয়ে শারীরিকভাবে স্থূল হওয়ার কারণে সেনাবাহিনীতে তাদের চাকরির যোগ্যতা নেই। এছাড়া ১৭ থেকে ২৪ বছর বয়সী শতকরা ৭১ ভাগ ছেলে-মেয়ে মার্কিন সামরিক বাহিনীর বর্তমান নিয়োগ শর্ত পূরণ করার সামর্থ্য নেই।

মার্কিন যুক্তরাষ্ট্রে বেশি স্থূলতায় ভোগা অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে মিসিসিপি, লুইজিয়ানা ও কলাম্বিয়া। এখানকার শতকরা ৭৫ থেকে ৭৮ ভাগ ছেলে-মেয়ে সেনাবাহিনীতে চাকরির যোগ্যতা নেই।  

ডেইলি বাংলাদেশ/জেডআর

Best Electronics
Best Electronics