Alexa গুয়েতেমালায় অগ্ন্যুৎপাতে নিহত ৭৫, নিখোঁজ ১৯২

ঢাকা, শনিবার   ১৭ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

গুয়েতেমালায় অগ্ন্যুৎপাতে নিহত ৭৫, নিখোঁজ ১৯২

 প্রকাশিত: ১১:১৮ ৬ জুন ২০১৮   আপডেট: ১২:৫৪ ৬ জুন ২০১৮

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গুয়েতেমালায় ফুয়েগা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫। এ ছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ১৯২ জন।

রোববার দেশটির অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ফুয়েগোতে এ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। আগ্নেয়গিরির উৎক্ষিপ্ত লাভা ও কাদায় অন্তত দুটি গ্রাম ঢেকে গেছে।

রোববারের এ প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজ লোকের সন্ধানে দমকলবাহিনীর পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। এদিকে, মঙ্গলবার নতুন করে বিস্ফোরণে উষ্ণ গ্যাস ও গলিত শিলা উৎক্ষিপ্ত হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

আরো পড়ুন>>> গুয়েতেমালায় অগ্ন্যুৎপাতে নিহত ২৫

রোববারের অগ্ন্যুৎপাতে দেশটির প্রায় ১৭ লাখ মানুষ ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গুয়াতেমালার ন্যাশনাল ইনস্টিটিউট অব সেইসমোলজির প্রধান এডি স্যানচেজ বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে বড় ধরনের কোনো বিস্ফোরণের সম্ভাবনা নেই।

অন্যদিকে, দেশটির ডিজাস্টার রিলিফ অ্যাজেন্সির প্রধান সার্জিও কাবানাস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমরা ১৯২ জন লোককে নিখোঁজের তালিকায় পেয়েছি। এখন তাদের নাম, পরিচয় ও নিখোঁজের স্থান শনাক্ত করা হচ্ছে।

সার্জিও কাবানাস জানান, রোববার অগ্ন্যুৎপাতের আগে কোনো সতর্কতা জারি করা হয়নি।

আরো পড়ুন>>> গুয়েতেমালায় অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ৬২

তিনি জানান, অগ্ন্যুৎপাতের সংকেত পেলে তাৎক্ষণিকভাবে লোকজন কী করবে স্থানীয়দের এমন প্রশিক্ষণ দেয়া হয়েছিল। কিন্তু অগ্ন্যুৎপাত এতো দ্রুত হয়েছে যে, এলাকাবাসী সে অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেনি।

স্থানীয় বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৪ সালের পর এটিই সবচেয়ে বড় অগ্ন্যুৎপাত।

ডেইলি বাংলাদেশ/এমআরকে

Best Electronics
Best Electronics