Alexa গুলশানে বহুতল ভবন থেকে পড়ে চোর নিহত

ঢাকা, বুধবার   ২৪ জুলাই ২০১৯,   শ্রাবণ ৯ ১৪২৬,   ২০ জ্বিলকদ ১৪৪০

গুলশানে বহুতল ভবন থেকে পড়ে চোর নিহত

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১৫:০৯ ৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৮:৫৩ ৮ ডিসেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর গুলশানের একটি বহুতল ভবন থেকে পড়ে রাসেল মিয়া (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৪টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাসেল মিয়াকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে।

গুলশান থানার এসআই মুহাম্মদ জয়নুল আবেদীন জানান, নারায়ণগঞ্জ রুপগঞ্জ উপজেলার নওপাড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে রাসেল। থাকতো মধ্য বাড্ডায়। রাসেল একজন পেশাদার চোর ও মাদকাসক্ত। কয়েকদিন আগেই সে জেল থেকে ছাড়া পেয়েছে। গুলশান ১২৭ নম্বর রোডের ১১ নম্বর বাড়ির ৪ তলায় গ্রীল বেয়ে চুরি করতে গেলে নিরাপত্তাকর্মী দেখে চিৎকার শুরু করে। এসময় রাসেল পালানোর চেষ্টা করতে গিয়ে ৩য় তলা থেকে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডেইলি বাংলাদেশ/জেবি/আরএইচ/এস