Alexa গুড নিউজ! একইসঙ্গে মা হচ্ছেন কিয়ারা-কারিনা

ঢাকা, শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৮ ১৪২৬,   ১৫ রবিউস সানি ১৪৪১

গুড নিউজ! একইসঙ্গে মা হচ্ছেন কিয়ারা-কারিনা

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:৫২ ১৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৯:৫২ ১৫ নভেম্বর ২০১৯

কারিনা কাপুর খান ও কিয়ারা আদভানী

কারিনা কাপুর খান ও কিয়ারা আদভানী

একইসঙ্গে মা হতে চলেছেন কারিনা কাপুর খান ও কিয়ারা আদভানী। সন্তান সম্ভবা এই দুই মহিলার পেটের মাঝে আতঙ্কিত মুখে দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে। 

অন্যদিকে অক্ষয়ের এমন হাল দেখে বেশ খুশি দিলজিৎ দোসাঞ্জ। অক্ষয় কুমার, দিলজিৎ দোসাঞ্জ, কারিনা কাপুর খান, কিয়ারা আডবাণীর নতুন ছবি ‘গুড নিউজ’ এর পোস্টারে এভাবেই দেখা যাচ্ছে চার তারকাকে।

ছবির পোস্টার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অক্ষয় লিখেছেন, সুখবরের মাঝে আমি চেপে গিয়েছি। আপনাদের সকলের জন্য এই সুখবর আসছে খ্রিস্টমাসের ছুটিতে।

‘হাউসফুল ৪’ এরপর মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের এই ছবি। খুব স্বাভাবিকভাবেই অক্ষয়-কারিনা, দিলজিৎ দোসাঞ্জ-কিয়ারা আদভানী জুটির এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ ক্রমাগত বাড়ছে। 

আর ছবির মাধ্যমেই বলিউডে পরিচালক হিসাবে ডেবিউ করতে চলেছেন রাজ মেহেতা। ছবিটির সহ প্রযোজকের ভূমিকায় রয়েছেন করন জোহর। আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘গুড নিউজ’ ছবিটি।

ডেইলি বাংলাদেশ/টিএএস