গুজবে নির্মিত নাটকের নাম ‘হুজুরের থানকুনি পাতা’
বিনোদন প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৭:০৬ ২৬ মার্চ ২০২০ আপডেট: ১৯:০০ ২৬ মার্চ ২০২০

ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে রয়েছে মানুষ। সম্প্রতি গুজব উঠে এই ভাইরাস ঠেকাতে হলে ‘ফজরের নামাজের আগে তিনটা থানকুনি পাতা চিবিয়ে খেলে মুক্তি মিলবে’। দেশের বিভিন্ন স্থানে অনেকে থানকুনি পাতা খেতে শুরু করেন। শুধু তাই নয় অনেক বাজারেও শেষ হয়ে যায় থানকুনি পাতা। যে যার মতো করে কিনে নিয়েছে।
এবার সেই গুজবকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একক নাটক। আর এই নাটকের নাম দেয়া হয়েছে ‘হুজুরের থানকুনি পাতা’। এটি নির্মাণ করেছেন অরণ্য আনোয়ার।
এ নাটকের হুজুরের চরিত্রে অভিনয় করেছেন কাদের হেলাল। এছাড়াও নাটকটির অনান্য চরিত্রে অভিনয় করেছেন হেদায়েত নান্নু, পরিমনি, গণেশ পারভেজ, বিটলু শামীম, ডলার সোহাগ, ফারহান, তোফাসহ অনেকে।
মেট্রো টিভি’র ব্যানারে নির্মিত ‘হুজুরের থানকুনি পাতা’ নাটকটি এরই মধ্যে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এনএ